কলকাতা ,২৮ আগস্ট: সেপ্টেম্বর মাসের শুরুতে খুলতে পারে রাজ্যে সমস্ত স্কুল কলেজ এদিন সাংবাদিক বৈঠকে তার ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী।
করোনা সংক্রমনের জেরে রাজ্যে সেই মার্চ মাস থেকে সমস্ত স্কুল কলেজ বন্ধ রয়েছে । বার বার উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন ঘোষণা করার পরেও রাজ্যে করোনা সংক্রমণের জেরে পরীক্ষা বাতিল করতে হয়, অবশেষে বার করে দিতে হয় রেজাল্ট। আগেই ঘোষণা করা হয়েছিল ৩১ শে আগস্ট অবধি স্কুল কলেজ বন্ধ থাকবে ।
এদিন বৈঠকে মুখ্যমন্ত্রী জানান রাজ্যে পরিস্থিতি ভালো থাকলে সমস্ত নিয়ম বিধি মেনে সেপ্টেম্বর মাসের শুরুতে খুলতে পারে স্কুল তবে একদিন ছুটি দিয়ে দিয়ে স্কুল হবে, এই ভাবে পুজোর ছুটি না পড়া পর্যন্ত ক্লাস হবে । তবে সবটাই নির্ভর করছে পরিস্থিতির ওপর। রাজ্যের করোনা পরিস্থিতি ভালো থাকলে তবেই খোলা হবে স্কুল, কলেজ নইলে হবে না।