ব্যারাকপুর: আলোচনা চলছে বহুদিন ধরে। তবে ঐকমত্যে পৌঁছনো যায়নি। তবে এবার সেই আলোচনা পর্বে ইতি আসতে চলেছে। কর্পোরেশন হচ্ছে ব্যারাকপুর।
রাজ্যের পুরো দপ্তর থেকে ফাইল জমা পড়ে মুখ্যমন্ত্রী-অর্থমন্ত্রীর দপ্তরে। সিলমোহর মিললেই রাজ্যে এবার কর্পোরেশনের সংখ্যা দাঁড়াবে ৮। এতদিন রাজ্যে সেই সংখ্যাটি ছিল ৭ টি, সেগুলি হল, কলকাতা, হাওড়া, বিধাননগর, চন্দননগর, দুর্গাপুর, আসানসোল এবং শিলিগুড়ি।
উল্লেখ্য, টিটাগড়, ব্যারাকপুর, উত্তর ব্যারাকপুর, গারুলিয়া, ভাটপাড়া, নৈহাটি, হালিশহর এবং কাঁচরাপাড়া পুরসভা এলাকা নিয়ে গঠিত হবে নতুন কর্পোরেশন। যার নাম হবে ব্যারাকপুর কর্পোরেশন।