কালিয়াচক : গঙ্গার ভাঙনের কবলে পড়ে সর্বস্ব হারিয়েছে কালিয়াচক ৩ ব্লকের বীরনগর ১ অঞ্চলের বিস্তীর্ণ এলাকার মানুষ।চিনা বাজার, সরকারটোলা,বালুটোলার বহু পরিবার আজ ঘর ছাড়া। ভিটেমাটি হারানো সেই পরিবারগুলি বর্তমানে চরম দুর্বিষহ অবস্থায় দিন কাটছে। বারংবার এই সমস্ত পরিবার প্রশাসনের কাছে ত্রাণ ও পুনর্বাসনের দাবি তুলেছেন তারা।
মঙ্গলবার এই সমস্ত পরিবারের সাথে দেখা করলেন বামফ্রন্টের পলিটব্যুরো সদস্য মোহাম্মদ সেলিম।তিনি ছাড়াও ছিলেন মুর্শিদাবাদের প্রাক্তন সাংসদ আবু হাসনাত খান, জেলা সম্পাদক অম্বর মিত্র ও এলাকার প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ ঘোষ, রাজ্য বাম নেতা জামিল ফেরদৌস।
এদিন গঙ্গা ভাঙন পরিদর্শন করতে চিনা বাজার এলাকায় পৌঁছান। সেখানে আম বাগানের নিচে বানভাসি মানুষদের সঙ্গে কথা বলেন প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন ,বানভাসি মানুষগুলির যা দাবি আমাদেরও এই দাবি। কিন্তু রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার এই মানুষগুলো প্রতি কোন সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন না।আমরা আজ এলাকার মানুষের কথা নথিভূক্ত করে দিল্লির সরকারের কাছে পৌঁছে দেব। প্রয়োজনে এদের সঙ্গে নিয়ে আন্দোলনে নামব।