মেদিনীপুর: বেহাল রাস্তা সংস্কারের দাবিতে জল জমা রাস্তায় ধান গাছ পুঁতে বিক্ষোভ এলাকার বাসিন্দাদের। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি দেশপ্রান ব্লকের চলতি এলাকায়।
জানা গিয়েছে, চলতি থেকে দারুয়া হাসপাতাল পযর্ন্ত এই রাস্তার উপর নির্ভরশীল কয়েক হাজারের উপর মানুষ।আর এই রাস্তা দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল হয়ে রয়েছে। এই রাস্তায় স্কুল ছাড়াও নিত্য প্রয়োজনে বহু মানুষ এই রাস্তায় যাতায়াত করে থাকেন। অভিযোগ বার বার প্রশাসনকে বলার সত্বেও হাল ফেরেনি এই রাস্তার।
তাই রাস্তায় জল কাদা জমে থাকায় বাসিন্দাদের ক্ষোভ এদিন চরমে পৌঁছায়। এরপরেই এদিন এলাকার ক্ষুদ্ধ বাসিন্দারা প্রতিবাদ জানাতে জল কাদায় ভরা বেহাল রাস্তায় ধান গাছ লাগিয়ে বিক্ষোভ দেখাতে বাধ্য হয়। তবে এই ঘটনার পর কাঁথি পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।