দুই বন্ধুকে খুন করে থানায় আত্মসমর্পণ যুবকের
মেদিনীপুর: দুই বন্ধুকে খুন করে সেই দোষ স্বীকার করে মেদিনীপুর কোতওয়ালি থানায় আত্মসমর্পণ করল এক যুবক। অভিযুক্তের নাম বাপ্পা নায়েক।
জানা গিয়েছে, মেদিনীপুরের বাড়ুয়া এলাকায় রাজেশ দাস নামে এক যুবকের ফুলের দোকান আছে। সেখানেই শুক্রবার রাতে পিকনিক করে ৩ জন বন্ধু। পিকনিকে চলে মদ্যপান।
অভিযোগ, মদ্যপানের পরই বন্ধুদের মধ্যে বচসা শুরু হয়। সেই বচসায় রাজেশ দাস ও তন্ময় মল্লিক নামে দুই বন্ধুকে ধারাল অস্ত্র দিয়ে কোপ মারে বাপ্পা নায়েক। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনেরই। তাঁদের বয়স ২৮-৩০ বছরের মধ্যে।
পরে নিজে থানায় গিয়ে আত্মসমর্পণ করে বাপ্পা। শনিবার সকালে মেদিনীপুর কোতয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ ২টি উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। উদ্ধার করা হয় খুনের জন্য ব্যবহৃত অস্ত্রটি। দোকানটি সিল করে দেওয়া হয়।
ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য রয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ধৃত বাপ্পার বিরুদ্ধে এর আগেও বহু অপরাধের মামলা রয়েছে।