অ্যান্টিগা: গ্রেফতার হলেও ভারতে পাঠানো হবে না পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১৩,৫০০ কোটি টাকা জালিয়াতির মূল অভিযুক্ত মেহুল চোকসিকে। কিউবা পালানোর পথে ডোমিনিকা থেকে গ্রেফতার হন তিনি। কিন্তু ভারতে পাঠানোর বদলে তাকে পাঠানো হবে অ্যান্টিগায়। এমনটাই জানানো হয় ডোমিনিকার তরফ থেকে।
যদিও এই ঘটনাকে “অত্যন্ত দুর্ভাগ্যজনক” বলে আখ্যা দিয়েছেন অ্যান্টিগার প্রধানমন্ত্রী। মেহুল চোকসির আইনজীবী বিজয় আগরওয়াল জানিয়েছেন, তার ক্লায়েন্ট আর ভারতীয় নাগরিক নন, তাই আইন অনুযায়ী চোকসিকে ভারতে ফিরিয়ে নেওয়া যাবে না।
বাংলার আকাশে কালো মেঘের ছায়া, হতে পারে বৃষ্টিপাত
সংবাদসংস্থা এএনআই দেওয়া একটি সাক্ষাৎকারে অ্যান্টিগার প্রধানমন্ত্রী গ্যাস্টন ব্রাউন বলেন, “ডোমিনিকান সরকার অ্যান্টিগা ও ভারত সরকারকে ভীষণ ভাবে সাহায্য করেছে। আমরা তাদের কাছে অনুরোধ করেছি যেন চোকসিকে অ্যান্টিগার ফেরত না পাঠিয়ে, ভারতীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলির মাধ্যমে ভারতে ফিরিয়ে দেওয়া হয়”।
প্রসঙ্গত, ডোমিনিকা হয়ে কিউবা পালানোর পথে গ্রেফতার হন এই ৬২ বছরের হীরা ব্যবসায়ী। ২৩ মে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক জালিয়াতির এই মূল অভিযুক্ত রহস্যজনক ভাবে অ্যান্টিগা থেকে নিখোঁজ হয়ে যান।
নদীপথে ডোমিনিকা হয়ে তিনি কিউবা পালাতে গিয়ে গ্রেফতার হন।