PNB Scam Updates
অ্যান্টিগা: অ্যান্টিগায় খোঁজ মিলছে না পিএনবি জালিয়াতির মূল অভিযুক্তের। ২০১৮ সালে জানুয়ারি থেকে সেখানেই থাকতেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১৩,৫০০ কোটি টাকার জালিয়াতির মূল অভিযুক্ত মেহুল চোকসি। হটাৎ নিখোঁজ হয়ে যান তিনি। এমনটাই দাবী করেন তার আইনজীবী বিজয় আগরওয়াল। তিনি জানান, ‘মেহুল চোকসি নিখোঁজ হয়ে গেছেন। তার পরিবারের সদস্যরা অত্যন্ত চিন্তিত ও উদ্বিগ্ন। তারা আমাকে ফোন করে জানান তিনি নিখোঁজ। অ্যান্টিগা পুলিশ বিষয়টি তদন্ত করছে। মেহুলের সুরক্ষা নিয়ে চিন্তিত তার পরিবার।’
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, তাঁকে গত রবিবার শেষবারের জন্য দ্বীপপুঞ্জে দক্ষিণাংশের এলাকায় গাড়ি চালাতে দেখা গিয়েছিল। বর্তমানে অ্যান্টিগার নাগরিকত্ব গ্রহণ করেছেন তিনি।
প্রবল বেগে ধেয়ে আসছে Yaas Cyclone, কোন জেলায় গতিবেগ কত
বিভিন্ন মহলের দাবী, বিনিয়োগ পরিকল্পনার ছুতোয় ২০১৭ সালে অ্যান্টিগায় নাগরিকত্ব চেয়ে আবেদন করেছিলেন তিনি। তারপর থেকেই দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেছিলেন চোকসি। অবশেষে ২০১৮ সালে জানুয়ারি মাসে দেশ ছেড়ে পালিয়ে যান পিএনবি মামলার ১৩,৫০০ কোটি টাকা জালিয়াতির মূল অভিযুক্ত। তারপর তার বিরুদ্ধে সিবিআই মামলা হয়। এই মামলায় ওপর অভিযুক্ত তথা চোকসির ভাগ্নে নিরব মোদী আপাতত লন্ডনের জেলে আছেন। আপাতত তাকে ভারতে প্রত্যপর্ণে চেষ্টা চলছে। তবে সেই প্রত্যপর্ণ রুখতে মরিয়া তিনি।
PNB Scam Updates