Messi Birthday West Bengal

Messi Birthday West Bengal: ইছাপুরে মেসিকে কেক খাইয়ে জন্মদিন পালন ভক্তদের! মেনুতে ডাল, ভাতও

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

Messi Birthday West Bengal

ইছাপুর নবাবগঞ্জ আজ এলে বোঝা যাবে না, যে আর্জেন্টিনাতে আছেন না নবাবগঞ্জ তে আছেন। কারন,আজ বিশ্ব ফুটবল তারকা মেসির জন্মদিন। তাই ঘটা করে আর্জেন্টিনার ফুটবল তারকা মেসির জন্মদিন পালন হলো ইছাপুর নবাবগঞ্জে।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

 

আর্জেন্টিনার পতাকা তুলে সন্মান জানানো হয় মেসি কে । নবাব গঞ্জের চা বিক্রেতা শিবে পাত্র প্রতিবারের মতো এবার ও মেসির ৩৫ তম জন্মদিন উপলক্ষে ৩৫ পাউন্ডের কেক কেটে মেসির জন্মদিন পালন শুরু হয়। এরপরে বাঙালি খাবার ভাত, ডাল,পাঁচ রকমের ভাজা,মাংস, চাটনি এবং আর্জেন্টিনার পতাকার রং এ ৩৫ টি মিস্টি খেতে দেওয়া হয় মেসি কে।

 

মেসি পাগল শিবে তার বাড়ির রং ও আর্জেন্টিনার পতাকার রং করিয়েছেন আগেই। বাড়িতে কোন অনুষ্ঠান হলেও আর্জেন্টিনার রং এর সব কিছুই হয়ে থাকে তাঁর বাড়িতে।

 

আজ ৮-৮০থেকে বছর সবাই মেতেছে মেসির জন্মদিন পালনে।নবাব গঞ্জের মেসি ভক্তরা চান, এই উন্মাদনা আসন্ন বিশ্ব-ফুটবল প্রতিযোগিতা অবধি রেখে দিতে চান। তাহলে ফের বিশ্ব ফুটবলে বিশ্বকাপ জয় করবে আর্জেন্টিনা। আর তাহলেই আজকের জন্মদিন উৎসব এর আরও বেশি বড় উৎসব হবে। Messi Birthday West Bengal

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment