২৬ বছর পর আবার নতুন পাতালে প্রবেশ করবে মেট্রো
কলকাতা: করোনা সংক্রমনের জেরে লকডাউন এর কারণে এখনো স্বাভাবিক হয়নি কলকাতার মেট্রো পরিষেবা। তবে, দীর্ঘ ২৬ বছর পর আবার নতুন করে পাতালে প্রবেশ করতে চলেছে মেট্রো রেল।
শীঘ্রই ইস্ট-ওয়েস্ট মেট্রো সঙ্গে জুড়তে চলেছে ফুলবাগান মেট্রো স্টেশন। শুক্রবার সকালে স্টেশন পরিদর্শন করেন কমিশনার অফ রেলওয়ে সেফটি।
সল্টলেক স্টেডিয়াম থেকে মেট্রো ছাড়ার পরে ফুলবাগানে মাটির তলায় প্রবেশ করবে মেট্রো। এখন শুধুমাত্র আটকে রয়েছে কমিশন সেফটির ছাড়পত্র। সমস্ত পরীক্ষা-নিরীক্ষার কাজ শেষ বলে জানানো হয়েছে সংস্থা সূত্রে।
ফুলবাগান স্টেশন ছেড়ে শিয়ালদহ স্টেশনের দিকে এগোনোর পথেই তৈরি করা হয়েছে ক্রসওভার। সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম অব্দি পরীক্ষামূলক মেট্রো চালানো সম্পূর্ণ করেছেন তারা।
যার ফলে ট্রেন ঘুরিয়ে নিতে কোনো অসুবিধা হচ্ছে কিনা তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে ফেলা হয়েছে। তাই আপাতত ছাড়পত্র পাওয়া গেলেই লকডাউনের পর শুরু হয়ে যাবে ফুলবাগানের যাত্রী পরিষেবা।