খোঁজ নেই প্রশাসনের, এলাকার যুবকরাই টাকা তুলে দিচ্ছে পরিযায়ী শ্রমিকদের হাতে

Loading

অভিজিৎ হাজরা : হাওড়া গ্ৰামীণ জেলার বাগনান থানার ‘চাকুর হরিশ সেমিনারি হাই স্কুল’এ ১১ জন পরিযায়ী শ্রমিক কোয়েনন্টাইন সেন্টারে রয়েছেন কয়েকদিন। অভিযোগ সংকটের মধ্যে আছেন তাঁরা।

এখানে থাকা পরিযায়ী শ্রমিকরা ক্ষোভের সঙ্গে বলেন,”আমরা অত্যন্ত সংকটের মধ্যে আছি। সরকারের পক্ষ থেকে আমরা কোনো রকম সাহায্য সহযোগিতা পাইনি। আমরা এখানে কেমন আছি ? কি খাচ্ছি ? কোনো প্রয়োজন আছে কিনা ? তা গ্ৰাম পঞ্চায়েত সদস্য, প্রশাসনিক স্তরের কেহ খোঁজ খবর রাখে নি।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

কয়েকজনের পরিবারের সদস্যরা কোয়ারেন্টাইন সেন্টারে থাকা তাদের সদস্যদের জন্য খাবার দিয়ে যাচ্ছেন।

এলাকার কয়েকজন সহৃদয় গ্ৰামবাসী আমাদের খাবার দিচ্ছেন। এলাকার কয়েকজন সহৃদয় যুবক বিভিন্ন জনের কাছ থেকে আমাদের পরিচর্যার জন্য অর্থ সংগ্রহ করে সেই টাকায় মুদিখানার সামগ্ৰী, বাজার থেকে আনাজ কিনে তাঁদের দিয়ে যাচ্ছেন।

Author

Share Please

Make your comment

%d bloggers like this: