মুম্বই: আগের বছরের মতোই পরিস্থিতি। মহারাষ্ট্রের একাধিক শহর থেকে বাড়ির পথে পরিযায়ী শ্রমিকেরা। তবে এবার ট্রেন-বাসে চেপে চলছে ফেরা। প্ল্যাটফর্মের বাইরে ধরা পড়ল লম্বা লাইনের ছবিটা। সঙ্গে অনেক জিনিস। বাড়ি ফিরতে চান সবাই।
কিন্তু মহারাষ্ট্রে এখন পরিস্থিতি ভিন্ন। সেখানে সংক্রমণ লাগামছাড়া। সেখান থেকে যে এত পরিযায়ী শ্রমিক ফিরছে সে দিকে ভ্রুক্ষেপ নেই কোনও সরকারের। দলে দলে লোক এসে গ্রামে শহরে ঢুকছে কোনও কোয়ারেন্টাইন পর্ব না মেনেই। ফলে আগামীতে পরিস্থিতি যে কোন ভয়াবহ দিকে বাঁক নিতে পারে তা নতুন করে বলার অপেক্ষা নেই।
তবে একেবারেই কী সতর্কতা নেই। আছে, কিন্তু যা আছে তা না থাকার সামিল। মুম্বইয়ে উপযুক্ত পরিচয়পত্র দেখে তবেই ঢুকতে দেওয়া হচ্ছে স্টেশন চত্বরে। সতর্কবার্তা দেওয়া হচ্ছে মাস্ক পরা নিয়েও। কিন্তু কোথায় কী?
মুম্বইয়ের লোকমান্য তিলক টার্মিনাসে মঙ্গলবার সকালে দেখা গেল জনজোয়ার। প্রত্যেকদিন যেখানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা, সেখানে বাড়ি ফেরার এই মরিয়া চেষ্টায় প্রতিনিয়ত লঙ্ঘন হচ্ছে সামাজিক দূরত্ববিধি। ২০২০-র ভয়াবহ স্মৃতি ফেরাচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ।