মিসড কল দিলেই বুকিং হবে গ্যাস সিলিন্ডার

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

   কটক, –  এবার থেকে  মিসড কল  দিয়েই বুকিং করা যাবে ইন্ডেন গ্যাসের রিফিল। ইন্ডিয়ান ওয়েল এলপিজি গ্রাহকরা দেশের যে কোনও জায়গা থেকে এই সুবিধা নিতে পারবে।

           সেক্ষেত্রে 8454955555 নম্বরটি ব্যবহার করতে হবে। সঙ্গে পুরানো নম্বরটিতে আর কল  করা যাবে না, বলে জানানো হয়েছে।  থেকে গ্যাস বুকিংয়ের জন্য ফোন লম্বা সময় পর্যন্ত ধরে রাখতে হবে না ৷ মিসড কল বুকিংয়ে আরও একটি সুবিধা হল এর জন্য কোনও চার্জ দিতে হবে না গ্রাহকদের । শুক্রবার ভুবনেশ্বর থেকে মিসড কলের মাধ্যমে বুকিং এই পরিষেবা লঞ্চ করলেন ভারত সরকারের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস ও ইস্পাত মন্ত্রিপরিষদ মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ৷

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

          প্রধান  জানিয়েছেন,  গ্যাস এজেন্সি ও ডিস্ট্রিবিউটারদের সুনিশ্চিত করতে বলা হয়েছে যে গ্যাস ডেলিভারির সময় ১ দিন থেকে কমিয়ে কয়েক ঘণ্টা যাতে করা হয় ৷ ২০১৪ সালের আগে প্রায় ২ কোটি মানুষের কাছে গ্যাস কানেকশন ছিল৷ গত ৬ বছরে যা বেড়ে ৩০ কোটি হয়ে গিয়েছে ৷ তিনি আর বলেন শীঘ্রই দেশের অন্যান্য শহরে এই পরিষেবা চালু করে দেওয়া হবে ৷



Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment