আগামী বিশ্বকাপের পরেই অবসর নেবেন ভারতের তারকা ক্রিকেটার

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

নয়াদিল্লি: মন খারাপের বার্তা দিলেন ভারতীয় মহিলা ওয়ান ডে দলের অধিনায়ক মিথালি রাজ। জানিয়ে দিলেন, ২০২২-র বিশ্বকাপের পরই ব্যাট-গ্লাভস তুলে রাখবেন। ২০২২ বিশ্বকাপেই শেষবারের মতো দেশের জার্সি গায়ে দেখা যাবে তাঁকে।

দু’দশকের বেশি সময় পার করে এখনও মিতালি স্বমহিমায় রাজ করছেন ক্রিকেটজগতে। তিনি বলেন, “দিন দিন আমার বয়স বাড়ছে বই কমছে না এবং ক্রিকেটে ফিটনেস কতটা গুরুত্বপূর্ণ আমার জানা আছে। এই কঠিন সময়ে নিজের ফিটনেস ধরে রাখা আমার কাছে একটা বিশাল চ্যালেঞ্জ। বিশ্বকাপের আগে আমরা বেশি ম্যাচ খেলতে পারব না। ফলে নিজেকে তৈরি করার সুযোগও কম। তাই শারিরীক ও মানসিকভাবে নিজের ফোকাস ধরে রাখাটা খুবই জরুরি।”

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

১৯৯৯ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের হয়ে প্রথমবার ব্যাট ধরেছিলেন মিতালি। প্রথম ম্যাচেই ১১৪ রানে অপরাজিত ছিলেন। তারপর একে একে চোখ ধাঁধানো পারফরম্যান্সের মধ্যে দিয়ে নানা কৃতিত্বের মালকিন হয়েছেন। প্রথম ভারতীয় মহিলা হিসেবে একদিনের ক্রিকেটে ১০ হাজার রানও তাঁর ঝুলিতে।

৩১১ ম্যাচে ১০০০১ রান। মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে মোট রানের নিরিখে মিথালির আগে রয়েছেন স্রেফ একজনই, ইংল্যান্ডের শার্লট এডওয়ার্ড। ১০,২৭৩ রানের মালিক তিনি। মাত্র ১৬ বছর বয়সে ভারতীয় দলের জার্সি অভিষেক হয় মিথালির।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment