Mithun Chakraborty Questioned by Kolkata Police
কলকাতা: ৭১ তম জন্মদিনের দিন পুলিশের জেরার মুখোমুখি হলেন মিঠুন। বিধানসভা নির্বাচনের সময় প্রচারে গিয়ে উস্কানিমূলক মন্তব্যের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। আজ বুধবার সেই মামলার ভিত্তিতে ভার্চুয়াল মাধ্যমে জেরা করলো মানিকতলা থানার পুলিশ। প্রায় ৪৫ মিনিট ধরে তাঁকে জেরা করা হয়। বেশ কিছু প্রশ্নের উত্তর চাওয়া হয় তার কাছ থেকে। প্রয়োজনে তদন্তের স্বার্থে ফের জেরা করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন….কেন্দ্রের আইনি রক্ষাকবচ হারাল Twitter
প্রসঙ্গত রাজ্য বিধানসভার নির্বাচনী প্রচারের সময় উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। যা ভোট পরবর্তী হিংসায় ইন্ধন জুগিয়েছে বলে মানিকতলা থানায় অভিযোগ দায়ের করে তৃণমূল কংগ্রেস। এরপর সেই এফআইআর খারিজে দাবিতে হাইকোর্টের দারস্থ হন বিজেপির এই তারকা প্রার্থী। কিন্তু সেখান থেকেও নিরাশ হয়ে চলে আসতে হয় তাঁকে। হাইকোর্ট সাফ জানিয়ে দেয়, তিনি যেন পুলিশি তদন্তে সহযোগিতা করেন।
গত শুক্রবার উচ্চ আদালতের তরফে মিঠুন চক্রবর্তীকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, তিনি যেন কলকাতা পুলিশকে তদন্তে সহযোগিতা করেন। তার জন্য সশরীরে উপস্থিত না থাকলেও চলবে। তবে ভিডিও কনফারেন্সিং মাধ্যমে জিজ্ঞাসাবাদ করতে পারবেন তদন্তকারীরা। পাশাপাশি মানিকতলা পুলিশকেও সব রকম সহযোগিতার নির্দেশ দেয় আদালত।
সেই মতোই আজ মানিকতলা থানা তাঁকে ভিডিও কনফারেন্সিং মাধ্যমে জিজ্ঞাসাবাদ করে। কাকতালীয়ভাবে আবার আজ মিঠুন চক্রবর্তীর ৭১ তম জন্মদিন।
Mithun Chakraborty Questioned by Kolkata Police