মোবাইল চোর সন্দেহে নাবালককে মারধর, অভিযোগ এলাকাবাসীর বিরুদ্ধে
মালদা: মোবাইল চোর সন্দেহে এক নাবালককে মারধরের অভিযোগ উঠল এলাকাবাসীর বিরুদ্ধে। রবিবার ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার কোতুয়ালি বাজার এলাকায়।
জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দা অমিত দাস কোতুয়ালি বাজারে গিয়ে বাজার করার সময় তার মোবাইলটি খোয়া যায়। এরপর প্রায় ১২ বছর বয়সী এক নাবালককে মোবাইল চোর সন্দেহে ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা। মারধর করা হয় ওই নাবালককে।
অভিযোগ, ঘটনাস্থলে মারধরের পর স্থানীয় বেশ কয়েকজন পুলিশকে খবর না দিয়ে অন্যত্র নিয়ে যায় ওই নাবালককে।বাজার থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে নিয়ে গিয়ে একটি ঘরে আটকে রাখা হয় ওই নাবালকটিকে।