পূর্ব মেদিনীপুর: বৃহস্পতিবার দেবী বোধনের সূচনা মহালয়া ও শিল্পদেবতা বিশ্বকর্মার পূজা। পাশাপাশি একই দিনে দেশ জুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর জন্মদিন পালন করলেন বিজেপি কর্মকর্তারা।
আজকের দিনটিকে শুভ দিন মেনে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা সংখালঘু মোর্চার তরফ থেকে ভগবানপুর গ্রামীণ হাসপাতাল চত্বর স্বচ্ছ এবং বৃক্ষ রোপন করার পাশাপাশি, হাসপাতালের সমস্ত রোগীদের হাতে ফল বিস্কুট সামগ্রী তুলে দেওয়া হয়।
বিজেপির পক্ষ থেকে জানানো হয়, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে ভগবানপুর বিজেপির কর্মকর্তারা এমন উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে তাঁরা প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে হাসপাতাল চত্বর সহ রাস্তার দুপাশে নানান প্রজাতির চারা গাছ রোপন করে। এছাড়া ৭০ জন রোগীর হাতে তাঁরা ফলসামগ্রী তুলে দেওয়ার মতো মহৎ উদ্যোগ নেয়।
তাঁদের এমন উদ্যোগকে সাধুবাদ জানায় হাসপাতাল কর্তৃপক্ষ সহ রোগীর আত্মীয় পরিজনেরা। এমনকি বিজেপি কর্মীদের ঝাড়ুহাতে হাসপাতাল চত্বরে ময়লা পরিস্কার করে স্বচ্ছ করার দৃশ্যও দেখা গিয়েছে। এই কর্মসুচীতে উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলার ভগবানপুর মন্ডলের সভাপতি স্বপন প্রধান, সংখ্যালঘু মোর্চার সহ সভানেত্রী মুক্তারুন বিবি সহ অন্যান্য নেতৃত্বরা।