modi covid vaccine
নয়াদিল্লি: করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের টুইটার হ্যান্ডেলে টিকা নেওয়ার কথা জানিয়েছেন মোদী। এদিন তিনি নিলেন ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ। এর আগে মার্চে কোভ্যাক্সিনের প্রথম ডোজ নিয়েছিলেন তিনি।
এদিন দেশবাসীকেও টিকা নেওয়ার জন্য আবেদন জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী টুইটারে লেখেন, ‘আমি আজ দিল্লির AIIMS থেকে করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলাম। ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য অন্যতম বড় রাস্তা টিকাকরণ। যদি আপনি টিকা নেওয়ার যোগ্য হন, সেক্ষেত্রে দ্রুত টিকা নিন।’
টিকা নিয়েছেন প্রধানমন্ত্রীর মাও। এই খবর নিজেই জানিয়েছেন নমো। মোদী লেখেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমার মা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন।’ সেই সঙ্গে সকলকে ভ্যাকসিন নেওয়ার জন্য এগিয়ে আসার আর্জি জানিয়েছেন নমো।
এদিন মোদিকে ভ্যাকসিনের ডোজ দিয়েছেন নার্স নিশা শর্মা। তিনি বলেছেন, আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টিকার ডোজ দিয়েছি। তিনি আমাদের সঙ্গে কথাও বলেছেন। আমার কাছে এটি একটি স্মরণীয় মুহূর্ত। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হয়েছে এবং তাঁকে টিকা দিয়েছি।
modi covid vaccine