লড়াই ডেস্ক: আপনি কি ব্যবসা শুরু করার কথা ভাবছেন? কিন্তু হাতে টাকা নেই? চিন্তার কারণ নেই, ব্যবসার জন্য ৭০ হাজার টাকা দেবে মোদী সরকার।
দুগ্ধজাত পণ্য ব্যবসা শুরু করতে টাকা দেবে সরকার। মাত্র ৫ লক্ষ টাকায় এই ব্যবসা শুরু করতে পারেন আপনি। এক্ষেত্রে মাসে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় ৭০ হাজার টাকা।
মোদী সরকারের বহুল প্রচলিত স্কিম প্রধানমন্ত্রী মুদ্রা লোনের মাধ্যমে এই ব্যবসার পুঁজি আপনি পেয়ে যেতে পারেন। এতে আপনাকে মোটামুটি ৫ লক্ষ টাকা দিতে হবে। বাকি ৭০ ভাগ টাকা প্রধানমন্ত্রী মুদ্রা স্কিমের আওতায় আপনাকে দেবে ব্যাংক।
প্রকল্পের হিসেব বলছে কাঁচামাল হিসেবে প্রতিমাসে ১২ হাজার ৫০০ লিটার কাঁচা দুধ নিতে হবে। কমপক্ষে ১০০০ কেজি চিনি নিতে হবে। এরসঙ্গে ২০০ কেজি ফ্লেভার ও ৬২৫ কেজি মশলা ও নুনের যোগাড়ও করতে হবে। এই সব জিনিস কিনতে আপনার প্রত্যেক মাসে কমপক্ষে ৪ লক্ষ টাকা খরচ হবে।
আপনি যদি এক বছরে ৮২ লক্ষ ৫০ হাজার টাকা বিক্রি করেন। তবে সারা বছরে আপনার ব্যয় হচ্ছে ৭৪ লাখ ৪০ হাজার টাকা। অর্থাৎ ১ বছরে আপনার ৮ লক্ষ ১০ হাজার টাকার মুনাফা বা লাভ থাকছে।