অযোধ্যা: ঘড়ির কাঁটা দেখে ঠিক ১২ টা ৪৪ মিনিটে শুরু হয় বিশেষ পুজো। মাহেন্দ্রক্ষণ থাকবে বলা হয়েছিল মাত্র ৩২ সেকেন্ডের জন্য। কিন্তু তার আগেই শেষ হয় পুজো। সেখান থেকে প্রধানমন্ত্রী মোদী সোজা চলে যান মূল মঞ্চে।
রামলালা মন্দিরে পুজো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাম জন্মভূমিতে ষাষ্ঠাঙ্গে প্রণাম করলেন তিনি। সেখান থেকে সরাসরি ভূমি পুজোর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী।
দীর্ঘ ২৯ বছর পর অযোধ্যায় গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিহাস বলছে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী এরকম একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়েছেন। কিছুক্ষণ আগেই ভূমিপুজো অনুষ্ঠান শেষ হয়েছে।
ভূমিপুজা উপলক্ষে যজ্ঞে বসার আগে মন্দির পরিসরে পারিজাত গাছের চারাগাছ রোপণ করেন তিনি। গণেশ দেবতার পূজার মাধ্যমে ভূমিপুজার অনুষ্ঠান শুরু হয়। যজ্ঞ মঞ্চে উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল ও আরএসএস প্রধান মোহন ভাগবত। যজ্ঞের পর ৪০ কেজি রুপোর ইট দিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।