নয়াদিল্লি: করোনার বিরুদ্ধে দেশে আল্টিমেট লকডাউন খুব সম্ভবত আর সম্ভব না। তাহলে উপায় কি? উত্তর খুজতে আজ মঙ্গলবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন নরেন্দ্র মোদী।
আজ ও কাল বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এই বৈঠক দুই দফায় ভাগ করা হয়েছে । আগামীকাল অর্থাৎ বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে যোগ দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
কোরোনা পরিস্থিতি নিয়ে বারবার রাজ্যগুলির সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । লকডাউন কোন পর্যায়ে থাকবে, তা নিয়ে বৈঠক থেকে সিদ্ধান্ত নিয়েছেন তিনি । প্রতিটি রাজ্যের মতামত নিয়েছেন । কিন্তু, সেই বৈঠকে পশ্চিমবঙ্গকে কথা বলার সুযোগ দেওয়া হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী । এমনকী, ক্ষোভবশত একবার বৈঠকে নিজে উপস্থিত না থেকে রাজ্যের মুখ্যসচিবকে পাঠিয়েছিলেন ।
অন্যদিকে বৃহস্পতিবার ইন্ডিয়ান চেম্বারস অফ কমার্সের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, কোভিড সংকটকে দ্রুত সুযোগে পরিণত করতে হবে এবং ভারতকে আত্মনির্ভর করতে সাহায্য করবে।