weather forecast
কলকাতা: প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। ভোর হতেই বেড়ে চলেছে রোদের প্রকোপ। গরম থেকে কবে স্বস্তি মিলবে? অপেক্ষায় গোটা বাংলা। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, আর কিছু দিনের মধ্যেই রাজ্যে ঢুকবে বর্ষা। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, এবার তার হাত ধরেই বর্ষার প্রবেশ ঘটবে রাজ্যে। এদিকে আজ রাজ্যের কয়েকটি জেলায় রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভবনা।
হাওয়া দফতর সূত্রে খবর রাজ্যের দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলী, ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় হতে পারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত। উত্তরবঙ্গেও সম্ভবনা আছে বৃষ্টির। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার সহ দুই দিনাজপুরে হতে পারে ভারী বৃষ্টি।
উপরাষ্ট্রপতির টুইটার অ্যাকাউন্টে ব্লু টিক ফিরলেও, সরে গেল RSS নেতাদের
দফতর সূত্রে জানানো হয়েছে, আজ শহরের আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস থাকবে। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি বেশি।
হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, আগামী ১১ই জুন উত্তরবঙ্গে নিম্নচাপ সৃষ্টির সম্ভবনা রয়েছে। এই নিম্নচাপের কারণেই রাজ্যে প্রবেশ করবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। যার জেরে ভারী বৃষ্টির সম্ভবনা গোটা রাজ্য জুড়ে। অবশ্য বঙ্গোপসাগরে এই নিম্নচাপের কারণে পশ্চিমবঙ্গ সহ ওড়িশা, ঝাড়খণ্ড, সিকিম, ছত্তিসগড়ে হতে পারে বৃষ্টি।
weather forecast