মুখ্যমন্ত্রীকে মশার কামড়, সাসপেন্ড সাব ইঞ্জিনিয়ার
ভোপাল: একেই বুঝি বলে কপালের নাম গোপাল। এমন ভাবেও যে ভাগ্য খারাপ হতে পারে তা বোধহয় ভাবতেও পারেননি সাসপেন্ড হওয়া ওই সাব-ইঞ্জিনিয়ার।
ভোপালেএ সিধি জেলায় ভয়াবহ বাস দুর্ঘটনার পর সেখানে আসেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। সেখানে একটি সার্কিট হাউসে রাত কাটান তিনি।
সেই রাতেই নাকি মশার কামড় খেতে হয়েছে মুখ্যমন্ত্রীকে। অসমর্থিত সূত্রে খবর, এরপর সাসপেন্ড করা হয় এক ইঞ্জিনিয়ারকে। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী হঠাৎ চলে আসার ওই সময়ের মধ্যে আর সার্কিট হাউস ঝকঝকে তকতকে করতে পারেননি আধিকারিকরা। তার জেরেই এই বিপত্তি।