দক্ষিণ ২৪ পরগনা: স্বামীর সঙ্গে অশান্তির জেরে ৪ মাসের সন্তানকে জলে ডুবিয়ে খুন করল মা! অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণা জীবনতলায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা গিয়েছে, অভিযুক্তের নাম কল্পনা সর্দার, জীবনতলা থানার কালুয়াখালি গ্রামের বাসিন্দা। কর্মসূত্রে স্বামী বাইরে থাকেন। ৪ মাসের শিশুসন্তানকে নিয়ে গ্রামের বাড়িতে একাই থাকত কল্পনা।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সাগর সর্দার নামে স্থানীয় এক যুবকের সঙ্গে বিবাহ-বর্হিভূত সম্পর্কে জড়িয়ে পড়েন কল্পনা। ঘটনাটি জানাজানি হতেই ওই দম্পতির মধ্যে অশান্তি হয়। সেই অশান্তির জেরেই এই ঘটনাটি ঘটান কল্পনা।
জানা গিয়েছে, বুধবার সকালেও স্বামীর সঙ্গে ঝগড়া হয় কল্পনার। এরপর ওই গৃহবধূ নিজের শিশু সন্তানকে জলে ছুঁড়ে ফেলে দেয় বলে অভিযোগ। প্রায় সঙ্গে সঙ্গে মারা যায় শিশুটি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় জীবনতলা থানার পুলিশ। শিশুটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। গ্রেফতার করা হয়ে অভিযুক্ত মা-কেও।
কেবল স্বামী-স্ত্রীর অশান্তির কারণেই কি এমন ঘটনা ঘটল? ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছেন প্রতিবেশীরা।