গোলাপি রঙের পোশাক, গোলাপি আভা চোখে মুখে। অপূর্ব সুন্দর লাগছে অভিনেত্রীকে। বাঙালি এই কন্যে এখন দাঁপিয়ে বেড়াচ্ছেন বলিউডে।প্যাস্টেল পিঙ্ক স্ট্র্য়াপ ক্রপ টপ আর ফ্লাউনসি স্কার্টে মৌনী রায়।
পাথরের ওপর বসে একদৃষ্টিতে দেখে চলেছেন পড়ন্ত সূর্য। মৌনীর অনুগামীরা অবশ্য দোটানায় পড়ে গিয়েছেন ছবি দেখে! কে বেশি সুন্দর– সূর্যাস্ত না মৌনী!
একের পর এক পোজ দিয়েছেন ক্যামেরায়। সামার সল্ট ফোটো গ্যালারিতে বেশিরভাগটার কেন্দ্রেই সূর্যের ছটা। কিন্তু তবুও চোখ জুড়িয়ে দিয়েছেন মৌনী।
View this post on Instagram
মৌনী (Mouni Roy)অভিনীয় ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পাওয়ার কথা এই বছর। রণবীর ও আলিয়ার সঙ্গে অভিনয় করেছেন তিনি। এই ছবি ঘিরে দর্শকের উত্তেজনা তুঙ্গে।এছাড়া খুব শীঘ্রই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন এই নায়িকা। পাত্র সূরজ নাম্বিয়া। পাকা কথাও হয়ে গিয়েছে।
মৌনীর এই ছবি দেখে মুগ্ধ নেটিজেনরা। কমেন্ট সেকশনে উপচে পড়ছে মোহময়ীর সৌন্দর্যের বিবরণ। ‘অনবদ্য’, ‘সুন্দরী কন্যে’-র মতো কমেন্ট পড়েছে মৌনীর শেয়ার করা এই ছবিতে।