মুভি মাফিয়াদের পাণ্ডা করণ, ফের বিস্ফোরক কঙ্গনা
মুম্বাই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে বলিউডের নেপোটিজম নিয়ে বারবার সরব হয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। নিশানা বানিয়েছেন পরিচালক করণ জোহরকে। তবে, এবার সরাসরি করণকে ‘মুভি মাফিয়া’ বলে তোপ দেগেছেন তিনি।
মঙ্গলবার টুইট করে কঙ্গনা লিখেছেন, “মুভি মাফিয়াদের দলের মূল পাণ্ডা করণ জোহর। কত লোকের কেরিয়ার এবং জীবন বরবাদ করেও এই লোকটা নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছেন। কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ওঁর বিরুদ্ধে।”
এরপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইটার হ্যান্ডেলে ট্যাগ করে কঙ্গনা লিখেছেন, “আমাদের জন্য কি কোনও আশা রয়েছে? কারণ এইসব কিছু শান্ত হলে উনি এবং ওঁর দলবল আমায় নিশানা বানাবে।”
চলতি সপ্তাহে বলিউডের অন্ধকার জগৎ সম্পর্কে একাধিক বিস্ফোরক টুইট করেছেন। এর আগেও এইসব নিয়ে মুখ খুলতে দেখা গিয়েছে কঙ্গনাকে।
সুশান্তের মৃত্যুর ঘটনায় মাদক যোগ পাওয়ার পর তদন্ত শুরু করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। সেই সময়েও কটাক্ষ করে কঙ্গনা বলেছিলেন, “এনসিবি বলিউডে তদন্ত করতে এলে একাধিক রাঘব বোয়াল জেলের ঘানি টানতে বাধ্য হবে।”
তবে, এখানেইথামেননি অভিনেত্রী। বিস্ফোরক অভিযোগ করে কঙ্গনা বলেছিলেন, বলিউডের ৯৯ শতাংশ সুপারস্টার মাদক বা ড্রাগ নেন। পাশাপাশি তিনি এও বলেন যে বিশাল ভাবে সফল তারকাদের ‘ইনার সার্কেল’ পার্টিতে অবাধে চলে মাদক সেবন।