অসুস্থ মুকুল রায়, ভর্তি হলেন SSKM-এ

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

Mukul Roy

লড়াই ২৪ ডেস্ক: অসুস্থ মুকুল রায়। ভর্তি করা হল SSKM হাসপাতালে। তৃণমূল নেতার শরীরে সোডিয়াম-পটাশিয়াম মাত্রা অতিরিক্ত থাকায় নানারকম শারিরিক সমস্যায় ভুগতে হচ্ছে তাঁকে। পাশাপাশি রয়েছে ডায়াবেটিসের সমস্যা।  অসুস্থতা নিয়ে বৃহস্পতিবার দুপুরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত তাঁকে উডবার্ন ওয়ার্ডের ১০৩ নম্বর ঘরে রাখা হয়েছে। শরীরের মধ্যে দেখা দিচ্ছে একাধিক জটিলতা। তাঁর চিকিৎসার জন্য একটি ইন্টারডিসিপ্লিনারি চিকিৎসকদের টিম গঠন করা হয়েছে। টিমে রয়েছেন একাধিক বিভাগের বিশেষজ্ঞ। হাসপাতাল সূত্রে খবর, বিধায়কের শরীরের পরিস্থিতি স্থিতিশীল করতে একাধিক ব্যবস্থা নিচ্ছে হাসপাতাল কতৃপক্ষ।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

আরও পড়ুন……………taliban: সরকার গড়ছে তালিবান, মাথা হবে আখুন্দজাদা

অপরদিকে, তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক মাস ধরেই অসুস্থ ছিলেন বিধায়ক। তাঁর রক্তে যে পরিমাণ সোডিয়াম-পটাশিয়াম দরকার তা প্রায়শই ওঠানামা করছে। চিকিৎসকরা জানাচ্ছেন, সোডিয়াম-পটাশিয়ামের ওঠানামার কারণে বিভিন্ন শারীরিক উপসর্গ দেখা দিয়েছে সম্প্রতি। চিকিৎসার পরিভাষায় এই অবস্থাকে বলা হয়, ‘সোডিয়াম-পটাশিয়াম ইমব্যালেন্স’। এই ভারসাম্য নষ্ট হলে মাথা যন্ত্রণা, শারীরিক দুর্বলতা, আচ্ছন্ন ভাব দেখা দিতে পারে। মুকুল রায়ের ক্ষেত্রে ঠিক কী কী সমস্যা দেখা দিয়েছে, তা জানার চেষ্টা করছেন চিকিৎসকরা।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment