Mukul Roy Joining TMC
লড়াই ২৪ ডেস্ক: আজই তৃণমূলে যোগদান করছেন মুকুল রায়। জোড়াফুলে ‘ঘর ওয়াপসি’ হচ্ছে একদা তৃণমূলের সেকন্ড ইন কমান্ডের। অবশ্য এই খবর পেয়ে বেশ নারাজ হয়ে পড়েছে বঙ্গ বিজেপি। মুকুল রায়ের বিজেপি ত্যাগ নিয়ে দিলীপ ঘোষ তোপ দাগলেন। বিজেপির রাজ্য সভাপতি বলেন, ‘বিজেপির উন্নতির জন্য যারা কোনো কাজ করতে পারবেন না, তারা দল ছেড়ে যেতেই পারে না।’
আরও পড়ুন….জল্পনায় শিলমোহর, ঘর ওয়াপসি মুকুলের
মুকুলের বিজেপি ছাড়ার পরই বঙ্গ বিজেপিতে বেড়ে গেছে অস্বস্তি। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকেও ফোন এসেছে মুকুলের কাছে। কিন্তু সেই ফোনের উত্তর দেননি তিনি।
অপরদিকে আবার ফেসবুক পোস্ট মাধ্যমে বেসুরো হয়ে গেয়ে উঠলেন বিজেপির অনুপম হাজরা। ফেসবুকে একটি পোস্ট করে তার ক্যাপশনে তিনি লেখেন, “আশা করছি এবার থেকে বঙ্গ বিজেপির আগামী দিনের মিটিংগুলোতে proper protocol মেনে invitation পাবো!!!!”
মুকুলের বিজেপি ছাড়ার পরই বঙ্গ বিজেপিতে বেড়ে গেছে অস্বস্তি। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকেও ফোন এসেছে মুকুলের কাছে। কিন্তু সেই ফোনের উত্তর দেননি তিনি।
Mukul Roy Joining TMC