Buddhadeb Dasgupta Passed away
কলকাতা: বাংলা চলচিত্র জগতে ফের নক্ষত্র পতন। এক দিকশূন্যপুরের দিকে পাড়ি দিলেন পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত। বৃহস্পতিবার সকালে নিজ বাসভবনেই তার মৃত্যু ঘটে। বেশ কিছুদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন। কিডনি ও বার্ধক্যজনিত সমস্যা। ডায়ালিসিস চলছিল। এদিন ভোর ছটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আরও পড়ুন…..পুরুলিয়ায় আক্রান্ত তৃণমূল নেতা, গ্রেফতার বিজেপি বিধায়কের ভাই
বুদ্ধদেব দাশগুপ্তের মৃত্যু বাংলা চলচিত্রের জগতে নিয়ে এলো। বিগত এক বছরের বাংলার চলচিত্র জগৎ বহু স্বনামধন্য মানুষকে চিরতরে হারিয়ে ফেলেছে। এবার আবার এক নক্ষত্রের চলে যাওয়া। দূরত্ব, নিম, অন্নপূর্ণা, গৃহযুদ্ধ, তাহাদের কথা, চরাচর, উত্তরার মতো বহু কালজয়ী সিনেমার পরিচালক ছিলেন তিনি। তার ছবিতে মিঠুন চক্রবর্তী, মমতা শঙ্কর, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়দের নতুন ভাবে উপলব্ধি করতে পেরেছে দর্শক। ‘তাহাদের কথা’ ও ‘উত্তরা’ ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি। তার মৃত্যুতে বাংলা চলচিত্র জগতে নেমেছে শোকের ছায়া।