মুম্বই: বৃহস্পতিবার বাণিজ্যনগরী মুম্বইয়ে (Mumbai) হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দু’টি বহুতল। বৃহস্পতিবার সকালে মালভানি এলাকায় একটি বহুতল ভেঙে পড়ে। বিকেলের দিকে ফোর্ট এলাকায় আরেকটি বহুতল ভেঙে পড়ে। এই ঘটনায় এখনও পর্যন্ত মোট চারজনের দেহ উদ্ধার করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।
একে একে ৬০ বছর বয়সি এক বৃদ্ধ-সহ এখনও পর্যন্ত মোট চারজনের দেহ উদ্ধার করা হয়েছে। আরও অনেকেই ওই বহুতলের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে রয়েছেন বলেই আশঙ্কা করা হচ্ছে। এখনও চলছে উদ্ধারকাজ।
ওই বহুতলটি সংস্কারের কাজ চলছিল। নোটিস দিয়ে বসবাসকারীদের অন্যত্র চলে যাওয়ার কথা জানানোও হয়েছিল। তবে তা সত্ত্বেও বহু মানুষ ওই বহুতলেই দিব্যি বসবাস করছিলেন। তার ফলে এমন বিপত্তি ঘটল