নিউদিল্লি: সুশান্ত সিং রাজপুত মামলায় মাদক সংক্রান্ত অভিযোগে ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। ৮ই সেপ্টেম্বর একবার তার জামিনের আবেদন খারিজ করেছে আদালত। আজ স্পেশ্যাল মুম্বাই কোর্টে রিয়া ও সৌভিকের জামিনে আবেদনের শুনানি হবে।
সেই একই অভিযোগে গ্রেপ্তার হওয়া তার ভাই শৌভিকের বিষয়েও আদালত সিদ্ধান্ত নেবেন বলে জানা গিয়েছে। রিয়া চক্রবর্তী তার জামিন আবেদনে বলেছেন যে, তিনি কোনও অপরাধ করেননি। এছাড়া তিনি আরও বলেন যে, তিনি মিথ্যাভাবে এই মামলায় জরিয়ে পড়েছেন।
রিয়া চক্রবর্তী বলেছেন যে তাঁকে জিজ্ঞাসাবাদের সময় কোন মহিলা ছিল না। একাধিক পুরুষ মিলে তাঁকে ন্যূনতম আট ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন। এছাড়া তাঁর জিজ্ঞাসাবাদে কোনও আইনি পরামর্শের অ্যাক্সেস ছিল না।
গতকাল রিয়া চক্রবর্তীকে মুম্বইয়ে মহিলাদের একমাত্র কারাগার বাইকুলা কারাগারে স্থানান্তরিত করা হয়েছিল। তার আগে তিনি জামিনের জন্য আবেদন করলে আবেদন খারিজ করে দেওয়া হয়। তাঁকে ২২ শে সেপ্টেম্বর পর্যন্ত কারাগারে রাখার নির্দেশ দেওয়া হয়।
রিয়া চক্রবর্তী এবং তার ভাই শৌভিক চক্রবর্তী সহ সুশান্ত সিং রাজপুতের কর্মচারী স্যামুয়েল মিরান্ডা মাদক ব্যবসায়ীদের সংস্পর্শে এসেছিলেন বলে জানা গিয়েছে। দীপেশ সাওয়ান্তের সহায়তায় মাদকের ব্যবস্থা করার অভিযোগও রয়েছে তাঁদের বিরুদ্ধে।
এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো তার আদালতের নথিগুলিতে বলেছে যে, রিয়া “ড্রাগ সরবরাহের সাথে সংযুক্ত। এছাড়া তিনি ওষুধ সিন্ডিকেটের একজন সক্রিয় সদস্য ছিলেন।
বৃহস্পতিবার অর্থাৎ আজ রিয়া ও শৌভিক বেল পায় কিনা সেদিকেই তাকিয়ে সকলে।