গাড়ির মধ্যে ফাঁস লাগিয়ে আত্মঘাতী যুবক

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

গাড়ির মধ্যে ফাঁস লাগিয়ে আত্মঘাতী যুবক

মুম্বাই: রাস্তায় পার্কিং জোনে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি। তার মধ্যে থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার মুম্বইয়ের পোয়াই এলাকায়। মৃতের পরিচয় জানা গিয়েছে। নাম বিনীত সিং, বয়স ৪১ বছর।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

বুধবার দিল্লি যাবেন বলে বেরিয়েছিলেন তিনি। জানিয়েছিলেন সেখানে ব্যবসার কাজ রয়েছে তাঁর। তারপর থেকেই তাঁর কোনও খোঁজ মিলছিল না। শুক্রবার সকালে গাড়ির ভিতর স্থানীয়রাই প্রথম দেহ দেখতে পান।

পরে পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। পোয়াই পুলিশ একটি দুর্ঘটনায় মৃত্যুর মামলা রুজু করেছে।

পুলিশ সূত্রে খবর, বিনীত সিং একজন ব্যবসায়ী। লকডাউনের কারণে ব্যবসায় ব্যাপক মন্দা দেখা গিয়েছিল। বেশ কয়েকটি ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন তিনি। মদেও আসক্ত ছিলেন।

পোয়াই পুলিশ স্টেশনের সিনিয়র ইন্সপেকটর সুধাকর কাম্বলে জানতে পেরেছেন এই তথ্যগুলি। বিনীতের বাড়িতে আছে স্ত্রী ও তাঁর মেয়ে। মোয়াইয়ের পালাজ্জো সিএইচএস এলাকাতেই তিনি থাকেন।

তাঁর স্ত্রী জানিয়েছেন, দিল্লিতে কাজের জন্য যাচ্ছেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। তার পর থেকেই আর কোনও যোগাযোগ হয়নি। ফোনেও পাওয়া যায়নি তাঁকে।

শুক্রবার সকাল ১০টা নাগাদ এক স্থানীয় বাসিন্দা ওই এলাকা দিয়ে যাওয়ার সময় গাড়ির ভিতর দেহ দেখতে পান। ঘটনাটি ঘটে পোয়াইয়ের এসএম শেট্টি স্কুলের কাছে একটি জায়গায়।

তখন স্থানীয়রা পোয়াই পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে পুলিশ বিনীতকে উদ্ধার করে রাজাওয়ারি হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তাঁর অনেক আগেই মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকেরা।

পুলিশ জানিয়েছে, গাড়িতে লাশ উদ্ধারের সময় তাঁর শরীর থেকে মদের গন্ধ বেরচ্ছিল। অর্থাৎ মদ্যপ অবস্থাতেই আত্মহত্যা করেন বিনীত। গাড়ির সামনে যাত্রীর সিটের দরজার হ্যান্ডেলের সঙ্গে দড়ি লাগানো ছিল।

বিনীত বসেছিলেন পিছনের সিটে ড্রাইভারের সিটের পিছনে। তাঁর পা ড্রাইভারের সিটের উপর তোলা ছিল। সেখানে শুয়েই জোর করে নিজেই নিজের শ্বাসরোধ করেন। ভিতর থেকে গাড়ি বন্ধ ছিল। যদিও আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি।

প্রাথমিক ভাবে পুলিশ অনুমান করছে যে ব্যবসায় ক্ষতির জন্যই অবসাদে চলে গিয়েছিলেন বিনীত। তাই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। প্রাথমিক তদন্তে কোনও সন্দেহ নেই পুলিশের। তাঁর পরিবারের বয়ান রেকর্ড করা হয়েছে।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment