ফেসবুক থেকে বন্ধুত্ব, এরপরই বাড়ি থেকে নিয়ে গিয়ে যৌন নির্যাতন কিশোরীকে
মুম্বাই: বন্ধুত্ব শুরু ফেসবুক মারফত। তারপর সেই বন্ধু কিশোরীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন করে বলে অভিযোগ। মধ্য মুম্বাই-এর আগ্রিপদার বাসিন্দা ১৩ বছরের ওই কিশোরীকে অপহরণ করে ২২ বছরের তার ফেসবুক ফ্রেন্ড। এরপর কিশোরীর ওপর চালানো হয় যৌন নির্যাতন এবং অত্যাচার।
ঘটনায় মূল অভিযুক্ত ২২ বছরের ওই যুবককে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি রাজস্থান ও মধ্যপ্রদেশে পৃথক অভিযান চালিয়ে অভিযুক্তের আরও ৪ সাগরেদকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে নির্যাতিতাকেও।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১ জুলাই থেকে নিখোঁজ ছিল ওই কিশোরী। অনেক খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে কিশোরীর মা স্থানীয় থানায় নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন।
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, নাবালিকার সঙ্গে ফেসবুক মারফত মূল অভিযুক্তের যোগাযোগ হয়েছিল। এরপরেই ওই যুবকের সন্ধান পেতে রাজস্থানের ঝালওয়াল এবং মধ্যপ্রদেশের রায়গড়ে বিশেষ দল পাঠায় মুম্বাই পুলিশ। উপরোক্ত দুটি জায়গাতে তল্লাশি চালিয়ে পুলিশ ৫ জনকে গ্রেফতার করে এবং নির্যাতিতাকে উদ্ধার করে।
পুলিশি জেরায় মূল অভিযুক্ত স্বীকার করেছে যে সহযোগীদের সাহায্যে সে ওই কিশোরীকে অপরহণ করে এবং লকডাউনের মধ্যেই তাকে রাজস্থানে নিয়ে যায়। কিশোরীকে অপহরণ করে একটি প্রাইভেট গাড়িতে তুলে রাজস্থানে নিয়ে যাওয়া হয়।
এদিকে লকডাউনের মধ্যে কীভাবে ওই গাড়িটি পথে বিনা বাধায় গন্তব্যে পৌঁছল, সেই নিয়েও প্রশ্ন উঠছে। এই বিষয়টিও তদন্ত করে দেখছে পুলিশ। মূল অভিযুক্তের বিরুদ্ধে ইতিমধ্যে পক্সো আইনে মামলা রুজু করা হয়েছে।