Municipality vote 2021
লড়াই ২৪ : তৃণমূল কংগ্রেস বিধানসভা নির্বাচনে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর সম্প্রতি উপনির্বাচনেও জয় লাভ করেছে। খড়দা, গোসাবা, শান্তিপুর, দিনহাটায় জিতেছে ঘাসফুল শিবির। যদিও বিরোধী বিজেপির দাবি, সবটাই ছাপ্পা ভোটে জিতেছে তৃণমূল।
সামনেই পুরভোট। এই ভোটের আগে দলীয় কর্মীদের কড়া বার্তা দিল তৃণমূল কংগ্রেস। কোন বলপূর্বক নির্বাচন নয়। গা জোয়ারি করে ভোটে লড়াই করা যাবে না। দলীয় শৃঙ্খলা আর অনুশাসন মেনে চলতে হবে। এর পরেও যদি কেউ নিয়ম না মানেন আর তা যদি দলের নজরে আসে, তাহলে ওই ব্যক্তির বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করবে তৃণমূল কংগ্রেস।
তৃণমূল কংগ্রেস কলকাতা পুরসভার প্রস্তুতি বৈঠকে দলীয় প্রার্থীদের এই বার্তাই দিয়েছে। শনিবার দুপুরে কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডের প্রার্থীদের নিয়ে বৈঠক হয় হাজরার মহারাষ্ট্র নিবাসে৷
দলীয় সূত্রে খবর, সেখানেই দলের এই কড়া সিদ্ধান্তের কথা জানিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। রাজনৈতিক মহলের মতে, সম্প্রতি ত্রিপুরায় পুর নির্বাচন নিয়ে একাধিক অশান্তির অভিযোগ এসেছে সেই রাজ্যের শাসক দল বিজেপির বিরুদ্ধে। ত্রিপুরার নির্বাচনে গণতান্ত্রিক পরিবেশ ছিল না বলে অভিযোগে সরব হয়েছে তৃণমূল ।
দলের শীর্ষ নেতৃত্ব তাই কলকাতার পুর ভোটে যাতে শান্তিপূর্ণ ভাবে ভোট হয় সেই বিষয়ে দলীয় প্রার্থীদের সতর্ক করেছে। যাতে তাদের বিরুদ্ধেও একই অভিযোগ না তুলতে পারে বিরোধীরা৷ অন্যদিকে, যাঁরা টিকিট না পেয়ে নির্দল হিসেবে ভোটে লড়ছেন দলের সেই নেতাদের উদ্দেশ্যেও বার্তা দিয়ে রেখেছে তৃণমূল।
Municipality vote 2021