মোঃ ইজাজ আহামেদ, মুর্শিদাবাদ: সুতির অরঙ্গাবাদের মহেন্দ্রপুর গ্রামের রাস্তার বেহাল দশা। রাস্তাটি ঢালায় হওয়া সত্ত্বেও জল যাওয়ার ড্রেন না থাকায় একটু বৃষ্টি হলেই জল জমে যায়।
এলাকাবাসীর অভিযোগ, রাস্তায় জল জমে থাকা এই এলাকার দীর্ঘদিনের সমস্যা। ফলে এলাকাবাসীদের যাতায়াত করতে গিয়ে নাজেহাল হতে হয়।
এলাকাবাসী এই রাস্তা দিয়ে অরঙ্গাবাদ বাজার, থানা, অফিস যান এবং ছাত্রছাত্রীরা স্কুল, কলেজ, টিউশন যায়। তাই এই রাস্তাটি এলাকাবাসীদের কাছে খুব গুরুত্বপূর্ণ। শীঘ্রই প্রশাসনিক তৎপরতায় রাস্তার জমে থাকা জল নির্গমনের নিকাশি ব্যাবস্থা করার আর্জি স্থানীয়দের।