মুর্শিদাবাদ: গত ২২ সেপ্টেম্বর ২০২০ মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার কানফলা গ্রামের কিছু পরিবারকে চাল ও মুদিখানার কিছু দ্রব্য প্রদান করা হলো কর্ণসুবর্ণ ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায়।
মূলত বিধবা, স্বামী বিচ্ছিন্না, ডিভোর্সী ও পরিযায়ী শ্রমিক, যারা রেশনে চাল পাচ্ছে ঠিকই কিন্তু তার মধ্যেও বিধবা মায়ের রেশনের চাল তুলে নিচ্ছে তাঁর ছেলে বা স্বামী। বিচ্ছিন্না মেয়ের চাল তুলে নিচ্ছে তাঁর স্বামী বা পরিযায়ী শ্রমিক যে বাইরে থেকে ফিরে এসে অসুস্থ থাকার কারণে কাজ করতে পাচ্ছে না বা এমনিতেও কাজ পাচ্ছে না ।
এই রকম ৭০ টা মতো পরিবারের হাতে চাল, তেল, লবণ, সুজি, চিনি আটা ও সাবান তুলে দিলেন প্রধান আয়োজক মতিউর রহমান ও পাপিয়া মন্ডল। চাল, আলু, খাদ্যসামগ্রী পেয়ে গরিব দুঃখিদের মুখে হাসির ফোয়ারা দেখা গিয়েছে।