সম্প্রীতির নয় নজির, অসহায় হিন্দু মেয়ের বিয়ে দিল মুসলিম যুবকেরা

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

সম্প্রীতির নয় নজির, অসহায় হিন্দু মেয়ের বিয়ে দিল মুসলিম যুবকেরা

মুর্শিদাবাদ: সম্প্রীতির নয়া নজির কলিয়াচকের গোলাপগঞ্জে। হিন্দু মেয়ের বিয়ে দিল মুসলিম যুবকরা। মালদা জেলার কলিয়াচক থানার অন্তর্গত চরিঅনন্তপুর অঞ্চলের দৌলত টোলা গ্রামের এক অসহায় মেয়ের বিয়ে দিল একদল যুবক।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

রচনা মন্ডল নামে এক মহিলার দুই মেয়ের মধ্যে এক মেয়ের বিয়ে হয়েছিল প্রায় চার বছর আগে। বাবা মারা গেছেন প্রায় ২৫ বছর আগেই। বড় মেয়ের কোনওভাবে বিয়ে দিয়েছিলেন রচনা মন্ডল। কিন্তু দ্বিতীয় মেয়ের অর্থাৎ রিঙ্কি মন্ডলের বিয়ের খরচ বহনে ব্যর্থ হচ্ছিলেন তার মা।

করোনা ভাইরাসের মহামারীতে এবং লকডাউন পরিস্থিতিতে দিশেহারা হয়ে পড়েছিল রিঙ্কি মন্ডল এর মা । রিঙ্কির বিয়ে কিভাবে দেওয়া হবে এই নিয়ে চিন্তায় পড়েছিলেন তিনি। সেই সময় তাঁর পাশে দাঁড়ালো এলাকার কিছু মুসলিম যুবকরা। তারাই স্বেচ্ছায় দ্বায়িত্ব নেয় সেই অসহায় পরিবারের। তারাই সমস্তই সরঞ্জাম ব্যবস্থা করে নিজে হাতেই ছাদনাতলা থেকে শুরু অতিথিদের আপ্যায়ন সবকিছুই পরিবেশন করল যুবকেরা।প্যান্ডেল আলো থেকে শুরু করে মাছ-ভাত তরিতরকারি সবে আয়োজন করেছিল। এবং সারা রাত্রি জেগে থেকে বিয়ে সম্পন্ন করলো আব্দুল্লাহ আল রাজী,মোহাম্মাদ ইলিয়াস, আলমগীর খান,হাবিব মোস্তফা-রা।

আজ রিঙ্কি মন্ডল এর বিয়েতে নিজেরা ছাদনাতলা সাজানো থেকে বিয়ের চার হাত এক করা সবটাই করেছে তারা।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment