বুমরার জীবনসঙ্গিনী কে? তাকে ঘিরেই ক্রমশ বাড়ছে রহস্য। কখনো ভেসে আসছে ক্রীড়া সঞ্চালক সঞ্জনা গণেশনের নাম এবার কখনো উঠে আসছে দক্ষিণী নায়িকা অনুপমা পরমেশ্বরণের নাম।
কিন্তু বুমরার তরফে এই প্রসঙ্গে কোনও মন্তব্য শোনা যায়নি। অনুপমার পরিবার থেকেও এই দাবি অস্বীকার করা হয়েছে। জানানো হয়েছে, অনুপমা এখন শ্যুটিঙে ব্যস্ত।
শোনা যাচ্ছে, আগামী ১৪ এবং ১৫ মার্চ নাকি গোয়ায় সাতপাকে বাঁধা পড়তে চলেছেন বুমরা এবং সঞ্জনা।
সঞ্জনা গণেশন এর পরিবার থেকে বলা হয়নি কিছু। তবে অনুরাগীরা নেট মাধ্যমে বুমরা এবং সঞ্জনাকে অভিনন্দন জানাতে শুরু করেছেন।