বাংলা সহ একাধিক রাজ্যে করোনায় মৃতের প্রতি ব্যবহার ভয়াবহ:সুপ্রিমকোর্ট

Loading

বাংলা সহ একাধিক রাজ্যে করোনায় মৃতের প্রতি ব্যবহার ভয়াবহ:সুপ্রিমকোর্ট

কলকাতা: দেশ ও রাজ্য জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা দিনের পর দিন রেকর্ড ভেঙে বেড়ে চলেছে। যদিও মৃতের সংখ্যার নিরিখে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারত কিছুটা স্থিতিশীল।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

তথাপি এবার সেই মৃতের প্রতি ব্যবহার নিয়ে দেশের একাধিক রাজ্যের প্রতি রিপোর্ট তলব করল সুপ্রিমকোর্ট।

করোনা রোগীদের “পশুদের চেয়েও বেশি” অবহেলা করা হচ্ছে। দিল্লির একটি করোনা-মৃত্যুর মামলায় এমনই মন্তব্য করল সুপ্রিম কোর্ট। তবে শুধু দিল্লি নয়, এই একই অভিযোগ উঠেছে পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, তামিলনাড়ুতেও।

মোট চারটি রাজ্যেই মৃতদেহ ঠিকমতো নিয়ম মেনে সৎকার না করার বিষয়ে প্রশ্ন তুলে কৈফিয়ৎ তলব করেছে সুপ্রিম কোর্ট। কেন্দ্র সরকারও যেন বিষয়টি খতিয়ে দেখে, স্বতঃপ্রণোদিত তদন্ত করে অভিযুক্ত রাজ্যগুলির কাছে মৃতদেহ অন্যায় ভাবে বহন করার নিয়ম নিয়ে রিপোর্ট চায়।

উল্লেখ্য, দিন দুয়েক আগেই বাংলার রাজ্যপাল জগদীশ ধনকর, এক করোনায় মৃতের দেহ টানতে টানতে নিয়ে যাচ্ছে, এমনই একটি ভিডিও শেয়ার করে রাজ্যের গাফিলতির দিকে আঙুল

যদিও এনআরএস-এই ভিডিও ভাইরাল হওয়ার সাথে সাথে, কতৃপক্ষ জানাই, এটি কোনো করোনায় মৃতের দেহ না। মর্গে থাকা বেওয়ারিশ একজনের দেহ। এরই সাথে ভিডিও টি ফেক বলে এনআরএস-এর তরফে থানায় মামলা করা হয়।

Author

Share Please

Make your comment

%d bloggers like this: