দিল্লি: করোনাকে জয় করার এখন একটাই রাস্তা সুরক্ষিত মাস্ক পরে থাকা বাইরে বেরোলেই, এবার সেই মাস্কেই গন্ডগোল। সবাই এত দিন যেই ভালব লাগানো এন ৯৫ মাস্ক পরে বাইরে যাচ্ছেন তা মোটেই সুরক্ষিত নয়। হতে পারে করোনা , কারণ ওই ভালবের ভিতর দিয়ে হওয়া যাওয়া আসা করে সেখান থেকেই ঢুকে যেতে পারে ভাইরাস, এই মর্মে চিঠি লিখে সমস্ত রাজ্য ও কেন্দরশাসিত অঞ্চলকে হুশিয়ার করলো কেন্দ্র সরকার।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের স্বাস্থ্য পরিষেবা বিভাগের ডিরেক্টর জেনারেল রাজীব গর্গ বলেছেন এই এন ৯৫ মাস্ক ব্যবহারে সংক্রমণ আরো বাড়ছে।
তিনি ঘরে তৈরি কাপড়ের মাস্ক এর ওপর জোর দিয়েছেন । কাপড়ের মাস্ক ব্যবহার করে তা ভালো করে সাবান জলে অনেক সময় ধরে ধুয়ে নিতে বলেছেন । এই নিয়ে স্বাস্থ্য মন্ত্রকের ওয়েব সাইটের নির্দেশিকা মেনে চলতে বলা হয়েছে।