কলকাতা: আলুর দাম নিয়ন্ত্রণে আনার জন্য এবার নির্দেশ দিলো নবান্ন। ক্রমাগত আকাশছোঁয়া হয়ে যাচ্ছে আলুর দাম যার জন্য ব্যবসায়ীদের পাঁচ দিন সময় দিয়েছে প্রশাসন, পাঁচ দিনের মধ্যে কমাতে হবে আলুর দাম।
এমনকি রাজ্য সরকারের তরফ থেকে কম দামে আলু বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং কোল্ডস্টোরেজে আলু মজুদ রাখার পরিমাণও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।
রাজ্যের বাজারগুলিতে জ্যোতি আলু বিক্রি হচ্ছে ৩০ টাকা কিলো দরে এবং চন্দ্রমুখি আলু ৩৫ টাকা কিলো। করোনা আবহে লকডাউনের সময় এভাবে বাড়তে থাকা আলুর দামের ফলে ক্ষুব্ধ হয়েছেন মুখ্যমন্ত্রী।
নবান্ন সূত্রে খবর, আলুর দাম কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় সেই নিয়ে একটি বৈঠক বসে ছিল এবং সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রবিবার থেকে রাজ্য সরকারের সুফল বাংলা স্টলে ২৫ টাকা করে প্রতি কিলো দরে আলু বিক্রি করা হবে।
তবে আলু ব্যবসায়ীরা জানিয়েছেন রাজ্যে আলুর উৎপাদনের কোন কমতি নেই কিন্তু এ রাজ্য থেকে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশাতে আলু রফতানির ফলে উৎপাদন বেশি হলেও চাহিদা অনুযায়ী যোগান কম হচ্ছে যার ফলে বৃদ্ধি পাচ্ছে দিনদিন আলুর দাম।