সরকারি কর্মীদের জন্য নয়া দশ দফা নির্দেশিকা প্রকাশ করল নবান্ন

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

সরকারি কর্মীদের জন্য নয়া দশ দফা নির্দেশিকা প্রকাশ করল নবান্ন

নবান্ন: সোমবার থেকেই রাজ্য সরকারের কর্মচারীদের অফিসে আসা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে, যার ফলে জারি করা হয়েছে নতুন এক নির্দেশিকা।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

জারি করা হল দশটি নতুন নির্দেশিকা –

১. করোনার উপসর্গ নেই এরকম ব্যক্তিরাই শুধুমাত্র অফিসে আসতে পারবেন। জ্বর কাশির মতো উপসর্গ থাকলেও তারা অফিসে আসতে পারবেন না।

২.নির্দেশিকায় বলা হয়েছে করোনা হটস্পট এলাকাগুলি থেকে কেউ অফিসে আসতে পারবেন না, যতদিন না পর্যন্ত এলাকা পুরোপুরি সংক্রমণমুক্ত হচ্ছে।

৩.যে সমস্ত অফিসাররা একা এসে কাজ করেন তাদের প্রতিদিনই আসতে হবে নিয়ম অনুযায়ী।

৪.যে সমস্ত কাজের জায়গায় একসঙ্গে অনেকে বসে কাজ করেন সেখানে ১০ জনের বেশি একসাথে কাজ করতে পারবে না, অবশ্যই সামাজিক দূরত্ব বিধি মেনে।

৫.অফিসে না এলে অনলাইনে কাজ করার সুযোগও আছে।

৬.পাশাপাশি অফিসে এসে দুরত্ব বজায় রাখা হাত ধোয়া, স্যানিটাইজার ব্যবহার করা এবং সব সময় মাক্স পড়ে থাকা এই নিয়মগুলি পালন করতে হবে।

৭.প্রত্যেকের সাথে ২ মিটার দূরত্ব রক্ষা করে চলতে হবে।

৮.নিজেদের কীবোর্ড মাউস ফোন এসি রিমোট অথবা ল্যাপটপ সমস্তকিছুই সাইজ করতে হবে নিয়মিত।

৯.১৫ দিন অন্তর সম্পূর্ণ অফিস সানিটাইজ করার করতে হবে।

১০.অনেকে মিলে কোনো মিটিং বা আলোচনা সভা করা যাবে না সমস্ত রকম আলোচনা সারতে হবে ইন্টারনেটের মাধ্যমে ভিডিও কনফারেন্সে।

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment