নদিয়া: শুরু হল নদিয়া জেলা বনউৎসব। মঙ্গলবার বৃক্ষরোপণ উৎসবের সূচনা করেন নদিয়ার জেলাশাসক, পুলিশ সুপার এবং জেলার সভাধিপতি। প্রতিবছর ১৪ জুলাই এই বন উৎসব পালিত হয়। নদিয়া জেলার বনদফতর এবং জেলা পরিষদের উদ্যোগে এই উৎসব চলবে ৭ দিন।
মঙ্গলবার জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুণ্ডু বলেন, “যেভাবে দিন দিন সবুজ ধ্বংসের পরিমাণ বেড়ে চলেছে তার উপর আমফান ঝড়ের তাণ্ডবে যেভাবে সবুজ ধ্বংস হয়েছে আমাদের উচিত যত বেশি সম্ভব বৃক্ষরোপণ করা। এই উৎসবের মধ্য দিয়ে আমাদের বৃক্ষরোপণ চলবে।”
জেলাশাসক বিভূ গোয়েল বলেন, “সারা জেলা জুড়ে আমাদের একটি ট্যাবলো চলবে। সরকারি ও বেসরকারি উদ্যোগে গাছের চারা বিতরণ চলবে।”