চালু হল নদিয়া-বর্ধমান জলপথ পরিবহন
নদিয়া: লকডাউনের জন্য প্রায় ৭০ দিন বন্ধ ছিল শান্তিপুর গুপ্তিপাড়া ফেরি ঘাটের যাত্রী পারাপার। সোমবার সকাল থেকে সরকারি নির্দেশিকা মেনে আবার চালু হল শান্তিপুর গুপ্তিপাড়া লঞ্চ ফেরি সার্ভিস।
লঞ্চ ফেরি সার্ভিস চালু হওয়াতেই খুশি সাধারণ যাত্রীরা। প্রতিদিনই এই ফেরিঘাট দিয়ে প্রায় কয়েক হাজার মানুষ যাতায়াত করে। ফেরীঘাট কর্তৃপক্ষের পক্ষ থেকে যাত্রীদেরকে প্রথমে হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হচ্ছে। মাক্স ও সামাজিক দূরত্ব বজায় রেখে শুরু হয়েছে যাতায়াত।
বাস ভাড়ার ক্ষেত্রে সারা রাজ্যে অসুবিধার সম্মুখীন হচ্ছেন বাস মালিকরা। তবে নদিয়াতে বাস মালিকরা অল্প যাত্রীসংখ্যায় থাকলেও আগের ভাড়াতেই এই রুটে বাস চালাচ্ছে।