নদিয়া: করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসা সত্ত্বেও আতঙ্কে এগিয়ে এলো না অনেকেই। ছেলের চোখের সামনে মৃত্যু হল মায়ের। নির্মম ঘটনাটি ঘটেছে নদীয়া জেলার শান্তিপুরে।
শান্তিপুর শহরের ৪ নম্বর ওয়ার্ডের কামারপাড়া এলাকার বৃদ্ধ দম্পতির জ্বর হয়েছিল। ২৪ তারিখ তাঁদের লালা রসের নমুনা সংগ্রহ করা হয় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। ২৬ তারিখে ৬৫ বছরের বৃদ্ধের রিপোর্ট পজিটিভ আসে। তাঁকে রানাঘাট কোভিড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কিন্তু ষাটোর্ধ্ব বৃদ্ধার রিপোর্ট নেগেটিভ আসলেও তাঁর জ্বর কমে না কিছুতেই। যেহেতু বৃদ্ধ করোনা পজিটিভ, তাই ওই বৃদ্ধাকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কোনও অ্যাম্বুল্যান্স, টোটো বা অন্য যানবাহন যেতে রাজি হয়নি। ওই রোগীকে শান্তিপুর হাসপাতলে নিয়ে আসার জন্য কোনও ব্যবস্থাই করতে পারেনি ছেলে।
এ বিষয়ে ওই পরিবারের পাশে দাঁড়ান প্রাক্তন কাউন্সিলার তথা বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের সদস্য। তিনি অ্যাম্বুল্যান্স পাঠানোর ব্যবস্থা করলেও সন্ধ্যে ৬টা নাগাদ আসে সেই অ্যাম্বুল্যান্স। তাও পিপিই কীট ছাড়াই ২ জন দূর থেকেই বলেন গাড়িতে তুলে দেওয়ার জন্য। কিন্তু ততক্ষনে শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে গিয়েছে বৃদ্ধার। এরপর রাত ৮ টা নাগাদ শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল থেকে ডাক্তার এসে ওই বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করেন।