নাবালিকার বিয়ে রুখল নদিয়া জেলা চাইল্ড লাইন
নদীয়া: এক নাবালিকার বিয়ে রুখল নদিয়া জেলা চাইল্ড লাইন। নদিয়া জেলার রানাঘাট-২ নং ব্লকের ধানতলা থানার অন্তর্গত কুশাবেড়িয়া গ্রামের ঘটনা। শুক্রবার রাতে রানাঘাট-২ নং বিডিও, ধানতলা থানার ওসি-এর সহযোগিতায় এক নাবালিকার বিয়ে রুখল চাইল্ড লাইন নদিয়া।
জানা গিয়েছে, এর আগেও ওই এলাকারই এক প্রভাবশালী ব্যবসায়ীর ২৬ বছরের ছেলে ওই নাবালিকাকে ফুসলিয়ে নিয়ে যায় বিয়ে করার উদ্দেশ্যে।
পরে পরিবার ও পুলিশ প্রশাসনের তৎপরতায় ফিরে আসে নাবালিকা। ঠিক তার এক মাস পর আবারও শুক্রবার রাতে ওই নাবালিকাকে তার বাড়ি থেকে ফুসলিয়ে নিয়ে এসে বিয়ে করার চেষ্টা করে ওই যুবক এবং বিয়েও করে।
পরে রানাঘাট-২ নং ব্লক ধানতলা থানার পুলিশ অফিসার এবং চাইল্ড লাইন নদীয়ার টিম মেম্বাররা ঘটনাস্থলে যায় এবং ওই নাবালিকাকে উদ্ধার করে ধানতলা থানায় নিয়ে যায়।
পরে চাইল্ড লাইন নদীয়া চাইল্ড ওয়েলফেয়ার কমিটির নির্দেশমতো ওই নাবালিকাকে কৃষ্ণনগর নগেন্দ্র নগর মহিলা হোমে রাখার ব্যবস্থা করা হয়। নাবালিকার বাবা জানান, অভিযুক্ত ছেলের পরিবার খুব প্রভাবশালী। পরে ওই নাবালিকাকে বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়।