নদিয়া: শান্তিপুর ব্লকের ফুলিয়া বিহারিয়ায় নতুন করে শুরু হয়েছে ভাঙন। ভাগীরথীতে নতুন করে ভাঙন শুরু হওয়ায় দুশ্চিন্তা বাড়ছে এলাকাবাসীর। অভিযোগ, প্রতি বছর ভাঙন হলেও কোনও স্থায়ী ব্যবস্থা নেওয়া হয় না।
ফুলিয়া বিহারিয়া মঠপাড়ায় প্রতি বছরই বর্ষার সময় ভাঙনে বিঘের পর বিঘে জমি নদী গর্ভে চলে যায়। সম্প্রতি এলাকয় নদী ভাঙন শুরু হয়। কিন্তু তার কিছুটা দূরেই শনিবার রাত থেকে নতুন করে ভাঙন শুরু হয়। ইতিমধ্যেই প্রায় এক বিঘা জমি ভাগীরথীর গর্ভে তলিয়ে গিয়েছে।
আতঙ্কে ঘুম উড়েছে এলাকার মানুষের। বালির বস্তা ফেলে ভাঙন রোধের কাজ করছে এলাকাবাসী। অন্যদিকে নদীর বুকে একটু একটু করে তলিয়ে যাচ্ছে ভিটে মাটি। প্রশসনের কাছে পরিস্থিতির বিস্তারিত জানিয়েছেন পঞ্চায়েতের উপপ্রধান।
নদীর ভাঙ্গনে রাস্তাও বাদ যাচ্ছে না। প্রশাসন দ্রুত ব্যবস্থার আশ্বাস দিয়েছে বটে। কিন্তু বাস্তবে তা কতটা, তা নিয়েই এখন প্রশ্ন তুলছেন এলাকার মানুষ। নদীর এই ভাঙনের সঙ্গেই এখন তাঁদের ভবিষ্যৎ জড়িয়ে।