তৃণমূল বিধায়ক খুন, অভিযোগের চার্জশিট বিজেপি সাংসদের বিরুদ্ধে

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

তৃণমূল বিধায়ক খুন, অভিযোগের চার্জশিট বিজেপি সাংসদের বিরুদ্ধে

নদিয়া: কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের ঘটনায় সোমবার সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হয় সিআইডি-এর তরফে। তাতে নাম রয়েছে নদিয়া জেলার রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের। ঘটনার তদন্তের জন্য জগন্নাথ সরকারকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। কিন্তু জানা গিয়েছে, রানাঘাট আদালতে পেশ করা সিআইডি-এর প্রথম চার্জশিটে তাঁর নাম ছিল না।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

২০১১ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর রাজ্যে প্রথম বিধায়ক হিসেবে খুন হন কৃষ্ণগঞ্জের সত্যজিৎ বিশ্বাস। এই ঘটনায় হাঁসখালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। গত বছরই আততায়ীদের গ্রেফতার করা হয়েছিল।

সিআইডি–এর দাবি, সত্যজিৎ বিশ্বাসকে খুনের আগে এবং পরে এই ঘটনায় অভিযুক্ত অভিজিৎ কুন্ডারি ও নির্মল ঘোষকে বেশ কয়েকবার ফোন করেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার, তাঁদের কথাও হয়। সেই তথ্যপ্রমাণ ও কল ডিটেইলস সিআইডি–এর হাতে এসেছে বলে তাদের দাবি।

জানা গিয়েছে, এই মুহূ্র্তে দিল্লিতে আছেন সাংসদ জগন্নাথ সরকার। তিনি বলেন, ‘‌এটা রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছুই নয়। কারণ, এই মুহূর্তে নদিয়ায় তৃণমূলের অবস্থান ভয়াবহ। আমাকে ফাঁসানো হচ্ছে। এর আগে সিআইডি আমাকে জিজ্ঞাসাবাদ করে। প্রথম চার্জশিটে কিন্তু আমার নামও ছিল না। বিচার ব্যবস্থার ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে।’‌

প্রসঙ্গত, ২০১৯ সালের ৯ ফেব্রুয়ারির রাতে ফুলবাড়ি এলাকায় সরস্বতী পুজোর উদ্বোধন করতে এসেছিলেন তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস। সেখানে আততায়ীদের গুলিতে গুরুতর জখম হন তিনি। খুব কাছ থেকে তাঁকে একাধিকবার গুলি করা হয়। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment