লড়াই রোগের বিরুদ্ধে, রোগীর বিরুদ্ধে না’, করোনা আক্রান্তদের পাশে থাকার বার্তা

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

‘লড়াই রোগের বিরুদ্ধে, রোগীর বিরুদ্ধে না’, করোনা আক্রান্তদের পাশে থাকার বার্তা

নদীয়া: করোনা আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে। অতিমারি করোনা ভাইরাসের আক্রমণে সকলেই ভীত, আতঙ্কিত ও দিশেহারা। এর মধ্যেই আবার ছড়িয়ে পড়ছে গুজব ও কুসংস্কার। করোনা আক্রান্ত রোগীদের প্রতি অবহেলা চলছে বলেও অভিযোগ।

https://news.google.com/publications/CAAqBwgKMJ-knQswsK61Aw?hl=en-IN&gl=IN&ceid=IN:en

করোনা ভাইরাস নিয়ে ছড়িয়ে পড়া গুজবের বিরুদ্ধে এবং করোনা আক্রান্ত ব্যক্তির পাশে থাকার মানবিক আবেদন নিয়ে জনগণকে সচেতন করার লক্ষ্যে নবদ্বীপের ২৪ টি ওয়ার্ড জুড়ে ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির নবদ্বীপ শাখার পক্ষ থেকে সচেতনতামূলক চলছে প্রচার অভিযান। শুক্রবার ছিল প্রচারাভিযানের নবম দিন। প্রচার চালানো হয় নবদ্বীপের মণিপুর এবং তেঘড়ীপাড়া সংলগ্ন বেশ কয়েকটি জায়গায়।

সমিতির সদস্যরা পথসভার মাধ্যমে বোঝানোর চেষ্টা করছেন, করোনা নিয়ে অযথা আতঙ্কিত হবেননা, গুজব ছড়াবেন না। পথচলতি মানুষেরা সমিতির মূল্যবান বক্তব্য শুনছেন, সমিতির পক্ষ থেকে জনগণের মধ্যে লিফলেট বিলি করা হয়।

ইতিমধ্যেই সরকারের পরিকল্পনাহীন বেহিসাবি লকডাউনের কারনে অসংখ্য মানুষ কর্মহীন হয়ে পড়েছে বলে দাবি বিরোধীদের। কর্মহীনদের আর্থিক প্যাকেজ ঘোষনার আবেদন জানানোর পাশাপাশি বলা হয়, পুজো অর্চনা , ঢাকঢোল পিটিয়ে সংকীর্তন করে সৃষ্ট শব্দের আওয়াজ, গরুর প্রস্রাব খাওয়া , তুলসীপাতা খাওয়া, রোদে দাঁড়িয়ে থাকা এসব করলে করোনা ভাইরাস থেকে রেহাই পাওয়া যায়না। নানারকম ভেষজ গাছপালা ও হোমিওপ্যাথি দিয়ে রোগ সারানোর দাবিও উঠেছে বিভিন্ন সময় বিভিন্ন দিকে যা মোটেই বিজ্ঞানসম্মত নয়। এগুলো নিছকই গুজব ও কুসংস্কার। সমিতির পক্ষ থেকে, করোনা ভাইরাসের হাত থেকে বাঁচতে চিকিৎসকের পরামর্শ ও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানানো হয়।

ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির নবদ্বীপ শাখার সম্পাদক প্রতাপ চন্দ্র দাস বলেন, ”
প্রতিটি রোগীকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিতে হবে, পরিকল্পনাহীন লক ডাউনের কারণে হাজার হাজার বেকার ও কর্মহীন হয়ে পড়া মানুষদের আর্থিক সাহায্য দেওয়ার ব্যবস্থা সরকারকেই করতে হবে এবং সরকারের উচিৎ যারা করোনা নিয়ে গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া।”

প্রতাপবাবু আরও বলেন, ” অতিমারির সময়ে ঈশ্বর আল্লা গড মানুষের কোনো উপকারে লাগেনি, বিজ্ঞানই মানুষকে বাঁচাতে পরিশ্রম করে চলেছে, বিজ্ঞানই মানুষের একমাত্র ভরসা।”

সমিতির পক্ষে সোমনাথ রায় বলেন, “করোনা আক্রান্ত রোগীকে বাঁকা চোখে দেখা উচিৎ নয়। আমাদের লড়াই রোগের বিরুদ্ধে, রোগীর বিরুদ্ধে নয়। মানবিক হোন, আক্রান্ত রোগীর পাশে থাকুন।”

Author

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার

Make your comment