প্ল্যাটফর্ম থেকে উদ্ধার যুবকের মৃতদেহ
নদিয়া: রেল স্টেশনের প্লাটফর্ম থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়। জানা গিয়েছে, সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা ১ নম্বর প্ল্যাটফর্মে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন, তাঁর সারা শরীরে আঘাতের চিহ্ন।
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে কোনও ধারাল অস্ত্র দিয়ে ওই যুবককে খুন করা হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়া থানার বেথুয়াডহরি রেল স্টেশনে।
জানা গিয়েছে, মৃত যুবকের নাম বিক্রম ঘোষ, বয়স ২১, ওই এলাকারই বাসিন্দা সে। দুধ বিক্রি করত বলে জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয় ওই যুবককে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করছে স্থানীয়রা।
জানা গিয়েছে, মুর্শিদাবাদের কয়েকজনের সঙ্গে ম্যাটাডোরে করে ওই যুবক কলকাতায় গিয়েছিল দুধের ছানা কিনতে। কিন্তু রাতে আর ফেরেনি ওই যুবক। ঠিক কী কারণে এরম ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।