সাত সকালে পথ দুর্ঘটনা, উল্টে গেল গাড়ি
নদিয়া: নিয়ন্ত্রণ হারিয়ে গ্যাস বোঝাই গাড়ি উল্টে গিয়ে পথ দুর্ঘটনা। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার কৃষ্ণনগর টু করিমপুর রাজ্য সড়কের লক্ষীগাছার কাছে নয়াজুলিতে।
জানা গিয়েছে, গাড়ি চালক ঘুমন্ত অবস্থায় গাড়িটি চালাচ্ছিলেন। সেই কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়াজুলিতে গাড়ি উল্টে যায়। আওয়াজ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যায়।
স্থানীয়রা গাড়ি চালক ও খালাসীকে উদ্ধার করে চাপড়া গ্রামীন হাসপাতালে নিয়ে যায়। ওই হাসপাতালে তাঁদের প্রাথমিক চিকিৎসা হওয়ার পর ছেড়ে দেওয়া হয়।
খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে উদ্ধার করার ব্যবস্থা করে পুলিশ।